এই মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্ত মানুষদের স্বাভাবিকভাবে জীবন যাপন করা রীতিমতো দুস্কর হয়ে পড়েছে। আপনার আমার মতো খেটে খাওয়া মানুষেরা করোনাকালীন লকডাউনের জেরে কার্যত স্ত্রস্ত হয়ে পড়েছি। তবে আপনি জানেন কি বছরে মাত্র ৫০০ টাকার বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের জন্য বেশ খানিকটা সঞ্চয় করে রাখা সম্ভব।
কথায় বলে বিন্দু বিন্দুতে সিন্ধু সঞ্চার। ঠিক তেমনই একটি লাভজনক মাধ্যম হল PPF অ্যাকাউন্ট। কোনো মিউচ্যুয়াল ফান্ড ব্যাতীত ভরসা ও নির্ভরযোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক সামান্য পরিমাণ সঞ্চয়ের মাধ্যমে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে।
PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল অন্যতম সাশ্রয়ী এবং আকর্ষণীয় দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা। কেন্দ্রীয় সরকার সমর্থিত এই প্রকল্পের আওতায় আপনি করমুক্ত (Tax free) সঞ্চয় উপভোগ করতে পারবেন। ভারতীয়দের মধ্যে মূলত সঞ্চয়ের অভ্যেস গড়ে তোলার জন্যে ১৯৬৮ সালে অর্থমন্ত্রক এর প্রবর্তন করেন।
পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যাক্তিদের অবসর সুরক্ষা দেওয়াও এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। অর্থাৎ, আপনি যদি প্রাইভেট কোম্পানিতে আজীবন চাকুরী করে থাকেন এবং অদূর ভবিষ্যতে আপনার পেনশন পাওয়ার কোনোরুপ সম্ভাবনা না থেকে থাকে তবে এই পিপিএফ অ্যাকাউন্টে বছর বছর অতি সামান্য টাকা বিনিয়োগ করে অবসরে এককালীন থোক টাকা পেতে পারবেন।
Table of Contents
Lasr 5 Years Interest Rate
Period | Interest Rate on PPF |
July-September 2023 | 7.1% |
April-June 2023 | 7.1% |
January-March 2023 | 7.1% |
October-December 2022 | 7.1% |
July-September 2022 | 7.1% |
April-June 2022 | 7.1% |
January-March 2022 | 7.1% |
October -December 2021 | 7.1% |
July-September 2021 | 7.1% |
April-June 2021 | 7.1% |
January -March 2021 | 7.1% |
October -December 2020 | 7.1% |
আরো পড়ুন: 40 বছরের পরেও কীভাবে আপনার ওজন নিয়ন্ত্রণ করবেন
PPF Account কোথায় খোলা হয়?
আগে কেবল পোস্ট অফিসে এই PPF অ্যাকাউন্ট খোলা যেত। তবে বর্তমানে সরকারি ও বেসরকারি বহু ব্যাঙ্কে এই অ্যাকাউন্টের সুবিধা পাওয়া যায়। প্রসঙ্গত, ব্যাঙ্কের সব শাখায় অবশ্য PPF অ্যাকাউন্ট খোলার অধিকার নেই।
PPF টাকা রাখার নিম্নসীমা ও উর্ধ্বসীমা
বছরে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা PPF য়ে জমা করতে পারবেন। সর্বোচ্চ ১২ টি কিস্তি অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি টাকা জমা করতে পারেন অথবা বছরে একবার পুরো টাকাটা জমা করে ফেলতে পারেন।
PPF বয়সসীমা ও যোগ্যতা
যে কোনও প্রাপ্ত বয়স্ক লোক নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন নাবালকের নামেও অ্যাকাউন্ট খোলা সম্ভব তবে সেক্ষেত্রে অভিভাবকের আবেদনপত্র দর্শাতে হবে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। পাশাপাশি এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা দুটি অ্যাকাউন্টের অর্থ মিলিয়ে ধরা হবে।
ধরুন, আপনার নামে অ্যাকাউন্ট রয়েছে, আপনি আপনার নাবালক ছেলের নামেও একটি অ্যাকাউন্ট খুললেন, তাহলে ঐ দুটি অ্যাকাউন্ট মিলিয়ে এবার বাৎসরিক মোট ১.৫ লাখ টাকা আপনি জমা রাখতে পারবেন।
উল্লেখ্য, PPF এ জয়েন্ট ফ্যামিলির নামে অ্যাকাউন্ট খোলা যায় না।
আরো পড়ুন: কর্ন খাওয়ার ৫টি উপকারিতা। সাথে ২টি সহজ Recipe
PPF Account এর সুবিধা
একাধিক সুবিধা আপনি লাভ করতে পারেন PPF অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করে। নিম্নে তা উল্লেখ করা হল –
১. এই পদ্ধতিতে টাকা সঞ্চয় করার সবচেয়ে সুবিধা হলো এটি চক্রবৃদ্ধি হারে (Compound Interest) বাড়তে থাকে। তাই এই জমানো টাকা বেশ দ্রুত হারে বাড়তে থাকে।
২. শুধু তাই নয় জমা টাকার উপর আপনি under Section 80C অনুযাযী Income Tax ছাড় পাবেন যা একজন চাকুরীজীবির কাছে আদর্শ।
৩. PPF অ্যাকাউন্টে বিনিয়োগের সবচেয়ে বড় ও প্রধান সুবিধা হল এতে ঝুঁকির মাত্রা একেবারে শূন্য।
৪. এই অ্যাকাউন্টের অন্য একটি সুবিধা হল যে আমানতকারীর প্রাপ্ত সুদের টাকা থেকে আয়কর বাবদ কোনো টাকা কাটা পড়বে না।
৫. দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য PPF অ্যাকাউন্ট আদর্শ।
৬. আপনি চাইলেই খুব সহজে একটি শাখা থেকে অন্য শাখায় অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন। উল্লেখ্য, সেই শাখায় PPF অ্যাকাউন্ট খোলার অধিকার থাকা চাই।
৭. বর্তমানে বহু ব্যাঙ্ক PPF অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফারের সুবিধা দেয়। এতে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে PPF অ্যাকাউন্টে টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সহজেই স্থানান্তরিত করতে পারবেন।
আরো পড়ুন: 2021 টাকা জমানোর সবচেয়ে ভালো উপায়।
PPF Account এর অসুবিধা
একাধিক সুবিধার পাশাপাশি এই অ্যাকাউন্টের বেশ কিছু অসুবিধাও রয়েছে, আসুন জেনে নিন।
১. ১৫ বছরের মতো দীর্ঘ সময়কালের জন্য অনেকেই PPF অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করতে ভরসা পান না।
২. প্রবাসী ভারতীয়রা এই অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করতে পারবেন না।
৩. জয়েন্ট ফ্যামিলির নামে অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই।
৪. টাকা তোলার ক্ষেত্রে তৃতীয় ও ষষ্ঠ বছরের অপেক্ষা করতে হয়। বছরে একবার মাত্র টাকা তোলা যায়।
আরো পড়ুন: ওজন কমানোর ৫ টি সেরা Health Drinks
PPF Interest Rate of Top 10 Institutions
PPF টাকা তোলার নিয়ম কি?
PPF অ্যাকাউন্ট থেকে আংশিক সঞ্চয় তুলে নেবার সুবিধা রয়েছে। তবে অ্যাকাউন্ট চলাকালীন তৃতীয় এবং ষষ্ঠ বছরে আপনি আংশিক টাকা তুলতে পারবেন তার আগে কিংবা পরে নয়। এবং বছরে মাত্র ১ বারই এই টাকা তোলা সম্ভব।
PPF Account এর সাহায্যে কি Loan তোলা যায় ?
লোন নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত কারণ দর্শাতে হবে আপনাকে। ধরুন, আপনার ছেলের উচ্চশিক্ষার জন্য টাকা আবশ্যক হয়ে পড়েছে, সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য দেখিয়ে তবেই লোনের জন্য আবেদন করতে পারবেন আপনি।
PPF এর মেয়াদ কতদিন থাকে?
PPF য়ের প্রাথমিক মেয়াদ ১৫ বছরের। এই পনেরো বছরে ফি বছর আপনাকে টাকা জমা করে যেতে হবে। মেয়াদ পূর্ণ হয়ে গেলেও আপনি বিনিয়োগ জারি রাখতে পারেন অতিরিক্ত ৫ বছর পর্যন্ত। নতুবা বিনা বিনিয়োগেও আপনি সুদ পেতে পারেন।