বর্তমান পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনধারণের জন্য অনলাইন পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানব জীবনের উপর করাল থাবার মত নেমে এসেছে কোভিড (COVID) মহামারীর প্রকোপ।এই অবস্থায় শারীরিক দূরত্ব যেখানে মুক্তির পথ, বাড়িতে বসে অনলাইনে অর্থ উপার্জন করাই সুস্থ জীবনযাপনের একমাত্র উপায় হয়ে উঠেছে।
আজ আমরা আলোচনা করব অনলাইনে উপার্জনের বিভিন্ন উপায় সম্পর্কে।
Table of Contents
Freelancing
আমরা Freelancing সম্পর্কে প্রত্যেকেই কমবেশি শুনেছি বা পড়েছি। তবে এই কাজের প্রণালী বা গঠন সম্পর্কে বিশেষ ধারণা বহু মানুষেরই নেই। তাই আমাদের প্রথমে এই কাজটির সম্পর্কে জানতে হবে।
Freelancing হল কোনো একজন স্বাধীন উদ্যোক্তার নির্দিষ্ট কাজ, যিনি কোনো একটি নির্দিষ্ট কোম্পানির অধীন নয়, শুধুমাত্র নিজের কাজ বিভিন্ন কোম্পনিতে একই সময়ে প্রদান করে উপার্জন করতে পারেন। তিনি কোনো কোম্পানির স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত নন। তাঁর কাজের জন্য আলোচনা সাপেক্ষ পূর্বনির্ধারিত সময়সীমা ও পারিশ্রমিকের চুক্তির ভিত্তিতে তিনি কাজ করেন। অর্থাৎ ঘরে বসে উপার্জনের একটি কার্যকর পেশা এই Freelancing.
যে সকল সর্বাধিক বেতনের Freelancing, যা আপনি বাড়ি থেকে করতে পারেন সেগুলি হল,
১. ভিডিও ক্রিয়েটিং এবং এডিটিং (Video Creating and Editing)
২. ভিডিও মার্কেটিং (Video Marketing)
৩. ফ্রিল্যান্স রাইটিং (Freelance Writing)
৪. কপিরাইটিং (Copy Writing)
৫. SEO বিশেষজ্ঞ
৬. সম্পাদনা এবং Proof Reading
৭. গ্রাফিক ডিজাইন (Graphic Design)
৮. সেলসফোর্স অ্যাডমিনিস্ট্রেশন। (Salesforce administration)
আরও পড়ুন: যোগের[YOGA] ২০টি উপকারিতা।
উক্ত বিষয়গুলো বা বিষয় সংশ্লিষ্ট কোনো কাজে কোনো ব্যক্তির দক্ষতা থাকলে তিনি বাড়িতে বসে Freelancing এর মাধ্যমে কোনো ওয়েবসাইট (Website), কোম্পানির পেজ বা অনলাইন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে উপার্জন করতে সক্ষম। ঘরে বসে উপার্জনের একটি কার্যকর পেশা এই Freelancing.
Make Your Own Website
অনলাইনে নিজস্ব ওয়েবসাইট (Website) তৈরি করে ন্যূনতম ইনভেস্টমেন্টে কিভাবে বাড়ি থেকে একটি অনলাইন ব্যবসা শুরু করা যায়, তাই নিয়ে বহু মানুষ ওয়াকিবহাল নন। তাঁদের মনে প্রশ্ন আসে, এ কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। হাজার হাজার সফল অনলাইন ওয়েবসাইট ও ব্যবসা রয়েছে যা অত্যন্ত সফল। প্রকৃতপক্ষে, কোনো শারীরিক উপস্থিতি ছাড়াই বাড়ি থেকে এই ব্যবসা পরিচালনা করা যায়। একটি অনলাইন ব্যবসা শুরু করার জন্য কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে তার কোনো পূর্ব ধারণা বা জ্ঞান থাকা একান্ত প্রয়োজনীয় নয়। ব্যবসাকে সফল করার জন্য ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র আপনাকে সেই বিষয়ে একটু পড়াশোনা করে নিতে হবে।
নিজস্ব ওয়েবসাইট গঠনের মাধ্যমে অনলাইনে ব্যবসা করার কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে, সেগুলি হল:
১. কোন ধরণের অনলাইন ব্যবসা শুরু করবেন তা আগে থেকে ঠিক করুন।
২. এবার আপনার ব্র্যান্ডের নাম স্থির করুন এবং একটি Domain নির্বাচন করতে হবে।
৩. ডিজিটাল বিপণন কি সে সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করুন।
৫. এই উপরিউক্ত কাজগুলো সম্পূর্ণ করে, আপনার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট (Website) তৈরী করুন।
৬. এরপর একটি ডিজিটাল বিপণন পরিকল্পনা সঠিক ভাবে তৈরি করতে হবে।
৭. এখন একটি সামগ্রী বিপণন পরিকল্পনা তৈরি এবং সামগ্রী প্রকাশনা শুরু করুন।
৮. আপনার সোশ্যাল মিডিয়ার যেমন – Facebook, Twitter, Instagram ইত্যাদি সাথে উপস্থিতি স্থাপন করা এবং তাতে বিপণন সামগ্রীর অ্যাড (Add) প্রকাশ করুন।
এছাড়া অনলাইনেই পেশাদার সহায়তা লাভের অনেক সুবিধা আছে, তাদের সাহায্যে অতি সহজেই অনলাইন ওয়েবসাইট গঠনের মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব।
Affiliate Marketing
Affiliate marketing হল একটি অনলাইন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য এক অনুমোদিত কোনও ব্যক্তির বা সংস্থার পণ্য বিপণনের মাধ্যমে নিজের জন্য কমিশন অর্জন করেন। অনুমোদিত ব্যক্তি কেবল উপভোক্তা দের জন্য পণ্যের সন্ধান করে, তারপর সেই পণ্যের প্রচার করে এবং উপভোক্তাদের কাছে প্রতিটি বিক্রয় থেকে লাভের একটি অংশ(Commission) উপার্জন হিসাবে গ্রহণ করে। এখানে সম্পূর্ণ ঝামেলাহীন পদ্ধতিতে শুধুমাত্র বিক্রয়কারী ও উপভোক্তাদের মধ্যকার linking point হয়ে অর্থ উপার্জন সম্ভব।
Affiliate marketing এর নিজস্ব ওয়েবসাইট বা প্রোগ্রামিংও তৈরি করা যায় সেগুলি হল:
১. কুপন সাইট প্রোগ্রাম
২. রিভিউ সাইট প্রোগ্রাম
৩. লয়্যালটি পোর্টাল
৪. ইনসেনটিভ প্রোগ্রাম
৫. ইমেইল – মার্কেটিং
৬. ডিজিটাল অ্যাসেট
৭. ট্রেডিশনাল মিডিয়া
আরও পড়ুন: COVID-19 এর দ্বিতীয় স্ট্রেনে আক্রান্ত হবার লক্ষণ কি । সুরক্ষিত থাকার উপায়
Affiliate marketing এর সুবিধাগুলি হল:
১. স্বল্পমূল্যের ব্যবসার ব্যবসায়িক ধারণা থাকলে এই ব্যবসা আরম্ভ করা সম্ভব, এখানে কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই।
২. ন্যূনতম বিনিয়োগ ব্যয় এবং সেকেন্ডারি আয়ের চমৎকার উৎস।
৩. এখানে কাজের সুবিধা এবং ফ্লেক্সিবিলিটি (Flexibility) যথেষ্ট থাকে।
৪. গ্রাহক পরিষেবা কোম্পানীর আগ্রহের বিষয়। Affiliate marketing উদ্যোক্তার ধর্তব্যের বিষয় নয়।
৫. নিজস্ব কাজের স্বাধীনতা বর্তমান থাকে।
Survey Search and Review
Survey search and review বা জরিপ গবেষণা হল মূলত ব্যক্তিগতভাবে, অনলাইনে বিভিন্ন সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য সংগ্রহ। সাধারণ ধরণের সমীক্ষায় ইন্টারভিউ এবং প্রশ্নপত্র গুলো অন্তর্ভুক্ত থাকে যা একাধিক পছন্দ প্রশ্নাবলী, মতামত এবং পোল নিয়ে গঠিত। জরিপ হল একটি গবেষণা পদ্ধতি যা উত্তরদাতাদের পূর্বনির্ধারিত গোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এবং আগ্রহের বিভিন্ন বিষয়ে অন্তর্দৃষ্টি বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রক্রিয়াটিতে একটি প্রশ্নাবলীর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য মতামত সংগ্রহ করা, যা অনায়াসেই অনলাইনে সংঘটিত হতে পারে।
সাধারণত, গুরুত্বপূর্ন যে কোনও বিষয়ে বাণিজ্য করতে সক্ষম হওয়ার আগে প্রয়োজনীয় বিষয়গুলোর উপর উপভোক্তা দের ধারণা স্বচ্ছ ভাবে জানার জন্য সমীক্ষা গ্রহণ করা হয়। সমীক্ষায় যোগদান করলে গিফট কার্ড বা প্রতি কেনাকাটায় ছাড়, তাদের রেফারেন্সের মাধ্যমে জরিপে অন্য ব্যক্তির অংশ নেওয়ার জন্য উপভোক্তাকে গিফট কার্ড, ছাড় (Discount) বা অন্য কোনো উপহার দেওয়া হয়। কয়েকটি সাইট (Website) উপভোক্তা দের নগদ অর্থ প্রদান করে।
Language Translation
বর্তমানে পৃথিবীটা একটা বড় অংশের মত, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ভাষায় সাধারণীকরণ ভীষণ প্রয়োজন, আর তাই প্রয়োজন অনুবাদকের। Language translation এর মাধ্যমে অনুবাদকরা লিখিত উপকরণকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করেন। অনুবাদকের লক্ষ্য হল, লক্ষ্য ব্যক্তিরা অনুবাদটি পড়বেন, যা হবে মূল লিখিত উপাদানের সঙ্গে সর্বোচ্চ কাছাকাছি। অনুবাদকদের অবশ্যই মূল ভাষাটি সাবলীলভাবে পড়তে হবে। সাধারণত মূল ভাষা থেকে মাতৃভাষায় অনুবাদ করে এবং সেই ভাষাভাষী মানুষের কাছে লেখাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন অনুবাদক।
দোভাষী বা অনুবাদকরা যে যে ক্ষেত্রে Language translation করে থাকেন সেগুলি হল:
1. Community translator
2. Conference translator
3. Coordinating translator
4. Educational translator
5. Escort translator
6. Court translator
7. Foreign language translator
8. Medical translator
যেহেতু Language translation এর প্রায় সমস্ত কাজ কম্পিউটারে করা হয় এবং অনুবাদক তার বেশিরভাগ কার্যভার বৈদ্যুতিন ভাবে গ্রহণ ও জমা দেন, তাই বাড়িতে বসে কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এটিকে গণ্য করা হয়।
Online Tutoring
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। শিক্ষাদানের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের উদ্ভব ঘটেছে সমস্ত ধরনের ছাত্র ছাত্রীদের জন্য। Online tutoring সম্পূর্ণ শিক্ষক শিক্ষার্থীদের ইন্টারঅ্যাকশন এর উপর নির্ভর করে, তাই বাড়িতে বসে ক্লাস করানো ও শিক্ষাদান সম্ভব। ফলে এই সকল অনলাইন প্ল্যাটফর্মে যোগদান করে নিজের বিষয় অন্যান্য উৎসাহী শিক্ষার্থীদের শিখিয়ে অর্থ উপার্জন এখন অত্যন্ত সহজ।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, টেলিগ্রাম ও অন্যান্য স্বাধীন অ্যাকাডেমিক ওয়েবসাইটগুলিতে বিভিন্ন বিষয় শেখানোর জন্য অনলাইন শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এখন বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল করার অ্যাপ্লিকেশন আছে, যেমন গুগল ক্লাসরুম, Google meet, Zoom ইত্যাদি। এসব মাধ্যমে স্ক্রিন শেয়ার ও মেটেরিয়াল শেয়ারের মাধ্যমে শিক্ষাদান সহজ হয়ে উঠেছে।
Logo Designing
Logo design হল কোনো সংস্থার জন্য নিখুঁত ভিজ্যুয়াল ব্র্যান্ড চিহ্ন তৈরি। সাইটের ধরনের উপর নির্ভর করে, একটি লোগোর মধ্যে একটি ট্যাগ লাইন সহ একটি চিহ্ন বা ব্র্যান্ড মার্ক এবং একটি লোগোটাইপ থাকে।অঙ্কনশিল্পী, ক্যালিগ্রাফি শিল্পীদের কাছে অনলাইন Logo-designing অত্যন্ত গ্রহণযোগ্য। অনলাইন ওয়েবসাইট, ফ্যাসন সংক্রান্ত ব্যবসা বা অন্যান্য বহু সংস্থা তাদের প্রাতিষ্ঠানিক Logo designing এর জন্য বিভিন্ন মানুষকে যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। আঁকার ক্ষেত্রে অ্যানালগ ও ডিজিটাল উভয় মাধ্যম গ্রহণযোগ্য হয়ে ওঠায় বিশাল সংখ্যক শিল্পীরা এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
আরও পড়ুন: Meditation এর উপকারিতা। কৌশল। সাবধানতা
Web Designing
Web designing বলতে ইন্টারনেটে প্রদর্শিত ওয়েবসাইটগুলির প্রাথমিক কাঠামো বা নকশাকে বোঝায়। এটি সাধারণত সফটওয়্যার বিকাশের পরিবর্তে ওয়েবসাইট বিকাশের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতার দিক গুলিকে বোঝায়। একটি ওয়েব ডিজাইনার কোনো ওয়েবসাইটের উপস্থিতি, বিন্যাস এবং গাঠনিক ক্ষেত্রে কাজ করে। ওয়েব ডিজাইনাররা ইন্টারনেট সাইট এবং web page গুলি পরিকল্পনা, তৈরি এবং কোড (Code) করে। এই কাজগুলির মধ্যে অন্যতম হল – শব্দ, ছবি, গ্রাফিক্স এবং ভিডিও ক্লিপের সাথে মূল কাজের বিষয়কে একত্রিত করে। অর্থাৎ Web designing এমন একটি উল্লেখযোগ্য অর্থ উপার্জনের পথ যা কেবলমাত্র একটি নতুন ওয়েবসাইট গঠন করা বা পূর্বে বিদ্যমান কোনো সাইট আপডেট করার কাজ। বর্তমানে ওয়েব ডিজাইন এমন একটি career oriented প্রোগ্রাম যা সুরক্ষিত কর্মসংস্থান পেতে এবং career এর অগ্রগতির জন্য সুযোগ দিতে সহায়তা করে।
Content Writing
প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম তাদের ওয়েবসাইটের জন্য Content writing বা তাদের পণ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন ব্যক্তি নিয়োগ করেন, যিনি ওয়েবসাইটগুলির জন্য প্রাসঙ্গিক সামগ্রী সরবরাহ করতে সক্ষম প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট লক্ষ্য শ্রোতা থাকে এবং সেই ব্যবসার প্রতি আরো মানুষকে আকৃষ্ট করতে সর্বাধিক প্রাসঙ্গিক সামগ্রী প্রয়োজন। কন্টেন্ট লেখার ক্ষেত্রে কোনো ওয়েবসাইটের এসইও উন্নত করার উদ্দেশ্যে কী ওয়ার্ড থাকে, সেই বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা রেখে Content writing করতে হয়। এই কাজের জন্য বহু মানুষ বাড়িতে বসে উপার্জন করতে পারেন।
যে কাজগুলো মূলত উল্লেখযোগ্য সেগুলি হল:
1. Social Media Writing
2. Online News Reporting
3. News Writing, Blogging
4. Copy Writing
5. Freelance content writer
6. Editing, Technical Writing ইত্যাদি।
Blogging
Blogging হল একটি বিশেষ বিষয় আলোচনার তথ্য সম্পর্কিত ওয়েবসাইট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রকাশিত লেখা বা তথ্যচিত্র। প্রায়শই আনুষ্ঠানিক ডায়েরি-স্টাইলের পাঠ্য এন্ট্রি নিয়ে গঠিত পোস্টগুলি ব্লগের মাধ্যমে প্রদর্শিত হয়, যাতে সাম্প্রতিক পোস্টটি ওয়েব পৃষ্ঠার শীর্ষে, প্রথম অংশে প্রদর্শিত হয়। কথোপকথন শৈলীতে তথ্য উপস্থাপনের জন্য ব্লগগুলি সাধারণত কোনো ব্যক্তি বা একটি ছোট group দ্বারা চালিত হয়। বর্তমানে ঘরে বসেই এই কাজগুলি করে অর্থ উপার্জন অত্যন্ত সহজ।
প্রধানত চার ধরনের ব্লগ দেখা যায়:
১. ব্যক্তিগত ব্লগ (Personal Blog)
২. ব্যবসায়িক ব্লগ (Business Blog)
৩. নীচ্ ব্লগ (Niche Blog)
৪. অ্যাফিলিয়েট ব্লগ (Affiliate Blog)
YouTube
বর্তমান প্রজন্মের কাছে YouTube অত্যন্ত কাছের অ্যাপ্লিকেশন। বহু মানুষ YouTube এর বিভিন্ন ক্যাটাগরিতে নিজস্ব চ্যানেল খুলে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। তবে ইউটিউবে অর্থ উপার্জনের জন্য কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
১. মনিটাইজেশনের জন্য চ্যানেলকে ভিডিও ও ভিউয়ের (View) মাধ্যমে সক্ষম করে তুলতে হবে।
২. অর্থ উপার্জন এবং ভিডিওগুলির জন্য অর্থ প্রদানের জন্য ইউটিউব চ্যানেলটিকে কোনও Adsense অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে।
৩. বিভিন্ন ভিডিওর পূর্বে Adsense এর মাধ্যমে চ্যানেলের প্রমোশন করতে হবে। নির্দিষ্ট পরিমাণ ভিউ (Views) পাওয়া আরম্ভ হলেই ইউটিউব থেকে অর্থ উপার্জন সম্ভব।
Selling Your Products Online
এখন অনলাইন মার্কেটপ্লেস এর রমরমা। সেই ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের সুযোগ অফুরন্ত। যে কোনো ব্যক্তি স্বাধীনভাবে নিজের ব্যবসা শুরু করে অর্থ উপার্জন করতে পারেন।
অনলাইনে জিনিস বিক্রি করার বিভিন্ন উপায় রয়েছে।
১. নিজস্ব অনলাইন স্টোর শুরু করা
২. আমাজন(Amazon), ফ্লিপকার্ট(Flipcart) ইত্যাদি অ্যাপে রিসেলার হিসেবে নিযুক্ত হওয়া
৩. নিজস্ব স্বাধীন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয়
৪. বিভিন্ন অনুমোদিত বিপণন
৫. ড্রপশিপিং (Drop shipping)
৬. হ্যান্ডমেড সামগ্রীর ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
উপরিউক্ত উপায়ে অনেক কম খরচে ব্যবসা আরম্ভ ও ঘরে বসে লাভ করা সম্ভব।