বিধানসভা নির্বাচনের পূর্বে একাধিক প্রতিশ্রুতিবানী দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীভান্ডার যোজনা প্রকল্প। মাননীয়ার কথামতো, এবার আর বাংলার মা-বোনদের হাতখরচের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। সেই প্রতিশ্রুতি রুপায়নে কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এই প্রকল্পের হাত ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চল সহ সব এলাকার তথাকথিত দরিদ্র গৃহস্থ ঘরণীর হাতে টাকা আসবে। পিছিয়ে থাকা মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শুরু হতে চলেছে লক্ষ্মীভান্ডার প্রকল্প। উল্লেখ্য, লক্ষ্মী ভান্ডার যোজনা দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্ভুক্ত।
Table of Contents
১. লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য
পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার যোজনা ২০২১ এক এবং একমাত্র উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলা প্রধানদের মৌলিক আয়ের সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে জেনারেল গোষ্ঠীর মহিলা প্রধানরা ৫০০ টাকা এবং নীচু জাতি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রধানরা মাসিক ১০০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে যথাক্রমে ৬ হাজার ও ১২,০০০ টাকা।
এই আর্থিক সহায়তা তাদের আত্মনির্ভরশীল করে তুলবে। পাশাপাশি এই প্রকল্প রাজ্যের গ্রামীণ ও শহুরে অর্থনীতিকেও শক্তিশালী করবে। এবার থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য আর কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মিলবে ১০ লক্ষ টাকা, জানুন যোগ্যতা, আবেদনের বিশদ বিবরণ
২. লক্ষ্মীভান্ডার প্রকল্পের নিয়ম ও নির্দেশিকা
গত ৩০ জুলাই মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যান দপ্তর দ্বারা জারি করা গাইডলাইন অনুসারে নিম্নলিখিত নির্দেশিকা ও শর্তাবলী মেনে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতাধীন হতে পারবেন।
১. এই প্রকল্পের জন্য কেবল মহিলারাই আবেদন করতে পারবেন।
২. এই সুবিধা পেতে গেলে অবশ্যই তার স্বাস্থ সাথী কার্ড থাকতে হবে।
৩. রাজ্যের বিভিন্ন সরকারি ক্যাম্প থেকে আপনি আবেদন ফর্ম তুলতে পারবেন।
৪. আবেদন করার সময়সীমা চলতি বছরের আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
৫. আবেদনকারীদের প্রদত্ত যাবতীয় নথিপত্র জমা দিতে হবে।
৬. আপনার পরিবারে যদি একজনও করপ্রদানকারী সদস্য থেকে থাকেন, তবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে অপারগ।
৭. জেনারেল ক্যাটাগরীর যে মহিলার কমপক্ষে ২ হেক্টর জমির মালিকানা রয়েছে, তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না।
৮. প্রাপ্ত টাকা সরাসরি ব্যাঙ্ক আ্যাকাউন্টে জমা হবে।
৯. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কেবল এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
১০. সরকারি ও বেসরকারি সংস্থায় স্থায়ী কর্মরতা কোনো মহিলা আবেদন করতে পারবেন না।
১১. তবে অস্থায়ী কর্মীরা আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: জানুন PPF Account এর ১১ রকমের সুবিধা, অসুবিধা
৩. লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
নিম্নে পশ্চিমবঙ্গের লক্ষ্মীভান্ডার যোজনার যাবতীয় বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
• পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন।
• এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলা সদস্যরা গোষ্ঠীভেদে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার সহায়তা পাবেন।
• পরিবারের মাসিক আয় ৫২৪৯ টাকার নীচে হলে তবেই এই প্রকল্পের আওতায় আসা যাবে।
• পশ্চিমবঙ্গের ১.৬ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধালাভ করবেন।
• পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১২,৯০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
আরো পড়ুন: 2021 টাকা জমানোর সবচেয়ে ভালো উপায়।
৪. আবেদনকারীর যোগ্যতা
- প্রথমত কেবল পিছিয়ে পড়া পরিবারের মহিলা সদস্যরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
- একটা পরিবারের যিনি head মহিলা তিনি এই প্রকল্পে অংশ নিতে পারবেন।
- ২৫ থেকে ৬০ বছর বয়সীরা আবেদন করতে সক্ষম। ৬০ বছরের উর্ধ্বে কিংবা ২৫ বছরের নিম্নে আবেদনকারিনীর ফর্ম গৃহীত হবে না।
- আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আপনাকে ঘরণী কিংবা অস্থায়ী কর্মী হতে হবে। স্থায়ী চাকুরীরতা মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
আরো পড়ুন: যোগের ২০টি উপকারিতা, ওজন কমাতে যোগার উপযোগিতা।
৫. প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- রেশন কার্ড
- আবাসিক সার্টিফিকেট
- বয়স প্রমাণ
- ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
- পাসপোর্ট সাইজ ছবি
- মোবাইল নম্বর
উল্লেখ্য: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ আবশ্যক।
৬. কিভাবে আবেদন করবেন
আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম খুব সহজে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পটি নিজ নিজ ward ভিত্তিক ১৬ই অগাস্ট থেকে শুরু করে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এবার যাবতীয় নথিপত্র (যেমন-আধার, ব্যাঙ্ক ডিটেইলস) দেখে ফর্মটি পূরণ করুন।
লক্ষ্মী ভান্ডার যোজনা ফর্মটি পুরোপুরি ফিল করার পর এবার আপনাকে স্বয়ং ঘোষনা ফর্ম বা SELF DECLARATION ফর্মটি পূরন করতে হবে।
যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর এবার ফর্মটি নির্ধারিত বিভাগে অথবা দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করুন।
আরো পড়ুন: দাঁতকে ভালো রাখার ৭টি ঘরোয়া উপায়।
৭. একনজরে লক্ষ্মীভান্ডার প্রকল্প
৮. বিশেষ ঘোষণা
অত্যাধিক বৃষ্টিপাতের জন্য যে সব জায়গা বন্যায় প্লাবিত হয়ে গেছে, প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে গেছে সেই সব জায়গায় বন্যার জল সরে গেলে অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরলে সেখানে এই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে। তখন তারা সেখানে গিয়ে নাম নথিভুক্ত করে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা অর্জন করতে পারবে।
এই প্রকল্পটি সম্পূর্ণ বিনামুল্যে আয়োজিত তাই কোনো রকম প্রতারণায় পা দিয়ে টাকা পয়সার লেনদেন করবেন না।
আরো পড়ুন: Rabindranath Tagore। ২২ শে শ্রাবণ কবির প্রয়াণ দিবস
West Bengal Lakshmi Bhandar Scheme 2021
FAQ:
লক্ষ্মী ভান্ডার প্রকল্প কবে থেকে শুরু হবে ?
১৬ই অগাস্ট থেকে এই প্রকল্প শুরু হবে।
লক্ষ্মী ভান্ডার প্রকল্প কতদিন চলবে ?
যেকোন অব্দি জানা গেছে এই প্রকল্প ১ মাস পর্যন্ত চলবে। মানে ১৫ই সেপ্টেম্বর অব্দি বিভিন্ন জায়গায় ওয়ার্ড ভিত্তিক চালু থাকবে।
লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম কোথায় পাওয়া যাবে ?
দুয়ারে সরকার যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে এই ফর্ম পেয়ে যাবেন।